ছুরিকাঘাতে আহত ধর্মজ্যোতি ভিক্ষুর মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    06-07-2023    51

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং মরিচ্যায় দুর্বৃত্তের হামলায় আহত শ্রীমৎ ধর্ম জ্যোতি ভিক্ষু আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো গেল না।

চট্টগ্রাম মেডিকেল থেকে ভান্তের নিকটাত্মীয় সুমন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ জুলাই দিবাগত রাত ২টা ৫২ মিনিটে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় (আইসিইউতে) তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ধর্ম জ্যোতি ভিক্ষু গত ৩ জুলাই দুর্বৃত্তের হাতে আক্রান্ত হওয়ার পর উখিয়া হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দিবাগত রাতে ৩টায় হার্ট অ্যাটাক করেন বলে ডিউটিরত ডাক্তারগন জানান।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর