ঈদগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    06-07-2023    52

কক্সবাজার জেলার ঈদগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রাপ্ত খবরে জানা যায়, গত ৫ জুলাই (বুধবার)দুপুর ১১ টার দিকে ঈদগড় মোহাম্মদ শরিফ পাড়া এলাকার মৃত আলী হোসেন মিয়াজির পুত্র ধান ব্যবসায়ী মোজাম্মেল হক (৬০) নিজ বাড়ির ছাদে বিদ্যুৎ লাইনের ছেঁড়া তার লাগাতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।

খবর পেয়ে রামু থানার এসআই জাফর উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পারিবারিক লোকজনের কোন অভিযোগ না থাকলে এবং আদালতের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পারবে বলে জানান।

মোজাম্মেল হকের আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর