সন্ধান মেলেনি কক্সবাজার সমুদ্রে নিখোঁজ তৌহিনের

  বিশেষ প্রতিনিধি    20-07-2023    74

৩০ ঘন্টায় পার হয়ে গেলে ও এখনো খোঁজ মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫)।

গতকাল বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিতরা।

লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি।

১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, রাত ৯টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি।

গতকাল বিকেল থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে।

কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি

ClicktoSoft

পর্যটন-এর আরও খবর