দেশব্যাপী বিএনপির শোক র‌্যালি আজ

  বিশেষ প্রতিনিধি    20-07-2023    47

সরকারবিরোধী এক দফা আন্দোলন চলাকালীন ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে ১৮ জুলাই লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোক র‌্যালি করবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেন।

দিদার জানান, ঢাকায় বিএনপি আয়োজিত শোক র‌্যালি বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।

ঢাকার শোক র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান শামসুদ্দিন দিদার।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর