কক্সবাজারে পাসের হার ৭৭.২৫%, জিপিএ ৫ পেয়েছে ১৪০৬ জন

  বিশেষ প্রতিনিধি    28-07-2023    49

সারাদেশে এক যোগে ঘোষিত এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। জেলায় মোট ১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৬০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৮১ শতাংশ। জেলায় মেয়েদের মধ্যে ৭৬০ জন আর ছেলেদের মধ্যে ৬৪৬ জন জিপিএ ৫ পেয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।

তিনি জানান , কক্সবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৩ হাজার ২১০ জন। যার মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯২৯ জন। যেখানে ১২ হাজার ৮৭০ জন মেয়ের মধ্যে ৯ হাজার ৯৮৭ জন, ১০ হাজার ৩৪০ জন ছেলের মধ্যে ৭ হাজার ৯৪২ জন পাস করে।

বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৫৬ জন, মানবিকে পাসের হার ৬৬ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন, বাণিজ্যে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর