চকরিয়া বন্যার্তদের পাশে কোস্ট গার্ড

  বিশেষ প্রতিনিধি    10-08-2023    44

কক্সবাজারের চকরিয়ায় বন্যায় প্লাবিত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার চকরিয়ায় ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের প্রভাবে জলাবদ্ধ এলাকাসমূহের অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচী পালন করছে। ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশ হিসেবে কোস্ট গার্ড পূর্ব জোন কতৃর্ক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ১৪ নং বদরখালী ইউনিয়নের বাজারপাড় ও শহরপাড়া এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল ও বিশুদ্ধ খাবার পানি) বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বন্যাকবলীত মানুষের সাহায্যে এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর