দালালের খপ্পরে চার শ্রমিক, সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    11-08-2023    45

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে গভীর বঙ্গোপসাগরে দালালের খপ্পরে পড়া চার শ্রমিকে শুক্রবার (১১ আগস্ট) সকালে উত্তর ধূরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দু সত্তারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মো. খলিলের পুত্র মো. ফাহিম(১৮), নেত্রকোণার পূর্ব ধলা উপজেলার পূর্বধলা ইউনিয়নের মো. মিলনের পুত্র মো. রনি(২০), ভোলার বোরহান উদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মৃত বশির মিয়ার পুত্র মো. মনিরুল ইসলাম (২৩) এবং ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আব্দুল মন্নানের পুত্র মো. জুবায়ের হোসেন (১৬)। পরে, তাদেরকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেছে ট্রলারের মালিক।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান,কয়েকজন দালাল কাজ দেওয়ার কথা বলে জাহাজে নিয়ে আসে। কাজটি তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না বললে। জাহাজের মালিক ক্ষিপ্ত হয়ে তাদের মারধর শুরু করে। মারধর সইতে না পেরে তারা শুক্রবার সকালে সাগরে ঝাপিয়ে পড়েন। এসময় ভাসমান অবস্থায় সাগরে এ মাছ ধরার ট্রলারটি তাদের উদ্ধার করেন।

এদিকে,বিষয়টি নিশ্চিত করে উত্তর ধূরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি জানান,৮নং ওয়ার্ডের আব্দু সত্তারের মালিকানাধীন একটি মাছধরা ট্রলার সাগর থেকে চারজন শ্রমিককে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন। উদ্ধারকৃতরা সবাই সুস্থ ছিলেন। পরে, তাদের তথ্যমতে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয় বলে জানান তিনি।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর