কক্সবাজারে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    27-08-2023    40

কক্সবাজারের ঈদগাঁওতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরছড়ার শিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১১)। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল আমিনের মেয়ে। সুমাইয়া তেঁতুলতলী শাহ ছৈয়দিয়ন জাব্বারিয়া আদর্শ নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।

নিহতের মা হামিদা আক্তার জানান, মাগরিবের আগে সুমাইয়া স্থানীয় এক দোকানে নাস্তা কিনতে যায়। এর কিছুক্ষণ পর রান্নাঘরে সুমাইয়াকে গলায় ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঈদগাঁও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সদস্যরা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।

লাশ উদ্ধারের এ বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির। তিনি জানান, খবর পেয়ে বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা, নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর