চীনের সাথে সম্পর্ক মধুর চেয়েও মিষ্টি: পাক পররাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    26-09-2022    190
চীনের সাথে সম্পর্ক মধুর চেয়েও মিষ্টি: পাক পররাষ্ট্রমন্ত্রী

চীনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব ‘হিমালয়ের থেকে উঁচু, মধুর চেয়েও বেশি মিষ্টি’ বলে মন্তব্য করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাইডলাইনে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’কে বিশেষ সাক্ষাৎকার দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, লেনদেনের ওপর নির্ভরশীল নয় দু’দেশের সম্পর্ক। বরং সম্পর্ক বেশ মজবুত। তার দেশ এক চীন নীতিমালায় বিশ্বাসী এমনটাও জানান বিলাওয়াল। এ সময় অভিযোগ তুলে বলেন, অনেক দেশ মুখে এমনটা বললেও তাদের কার্যক্রম ঠিক উল্টো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীনের প্রস্তাবিত ‘বেল্ট এন্ড রোড প্রকল্পের’ সাফল্য সবার হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরই পাকিস্তানকে কমপক্ষে ৪০০ মিলিয়ন ইয়েন সহযোগিতা দিয়েছে চীন। দেশটির অবকাঠামোগত সংস্কার এবং উন্নয়নেও রয়েছে শি জিনপিং সরকারের অবদান।

আন্তর্জাতিক-এর আরও খবর