টেকনাফ পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার,আটক-৩

  বিশেষ প্রতিনিধি    26-09-2022    142
টেকনাফ পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার,আটক-৩

টেকনাফের সাবরাং করাচি এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ মোটর সাইকেল চুরির ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার রাতে মোটর সাইকেলটি চুরি হওয়ার পর রবিবার রাতে টেকনাফ উপজেলার সাবারাং ইউনিয়নের ২নং ওয়ার্ড করাচি পাড়াগামী মো. জামা বলির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় তিন জন চোরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছেন, টেকনাফ উপজেলার সাবারাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার জাফর আলমের ছেলে জিয়াবুল করিম মুন্না(২২),২নং ওয়ার্ড করাচি পাড়া এলাকার মৃত জাহেদ হোসেনের ছেলে মো. জায়েদ উল্লাহ (২৩) ও ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার মনসুর আলীর ছেলে সাইফুল ইসলাম(২২)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি মোটর সাইকেলটি চুরি হওয়ার পর রবিবার রাতে টেকনাফ উপজেলার সাবারাং ইউনিয়নের ২নং ওয়ার্ড করাচি পাড়াগামী মো. জামা বলির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধার মোটর সাইকেলটি নীল রংয়ের রেজিঃ নম্বরবিহীন এর YAMAHA FZ-S V2 (ইয়ামাহা) ভারসন দুই মডেলের যাহার চেসিস নং PS2RG-64100A038790,ইঞ্জিন নং–G3L.5E0233746,যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। মোটরসাইকেলটি তিন’জন চোর গভীর রাতে চুরি করে নিয়ে যায়। টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে উপজেলার সাবারাং ইউনিয়নের ২নং ওয়ার্ড করাচি পাড়াগামী মো. জামা বলির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটক করতে সক্ষম হন মোটর সাইকেল চুরির সাথে জড়িত তিনজন চোরকে। তিনি আরো জানান, মোটরসাইকেল চোরের একটি সংঘবদ্ধ দল রয়েছে। আটককৃতের সাথে আর কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সারাদেশ-এর আরও খবর