তুরস্ক-গ্রিসের মধ্যে তীব্র উত্তেজনা

  বিশেষ প্রতিনিধি    02-10-2022    165
তুরস্ক-গ্রিসের মধ্যে তীব্র উত্তেজনা

বিভক্ত সাইপ্রাস দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তুর্কি সিপ্রিয়টদের সুরক্ষার জন্য তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসে আরো সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ কথা জানিয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, পামুক্কালে প্রদেশে এক যুব সমাবেশে বক্তৃতাকালে কাভুসোগলু এ কথা বলেন। ভাষণে তিনি বলেন, ‘যদিও পুরো বিশ্ব এর বিরুদ্ধে দাঁড়ায়’ তবুও আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলে তুর্কি সিপ্রিয়টদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি বলেছেন, ‘আমরা তুর্কি সিপ্রিয়টদের সুরক্ষার জন্য আরো বাহিনী মোতায়েন করব এবং তাদের যে অস্ত্রই প্রয়োজন হোক না কেন তা সরবরাহ করব।’ বিভক্ত সাইপ্রাস দ্বীপ নিয়ে গ্রীস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তুরস্ক বলেছে যে তারা গ্রিক সিপ্রিয়ট প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিক্রিয়া হিসাবে দ্বীপে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু শুক্রবার-গ্রীসের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে বলেছেন যে এটি সাইপ্রাস বিরোধে এথেন্সের খেলনা হয়ে উঠেছে। তিনি বলেন, যারা গ্রিকদের খুশি করার জন্য গ্রিকদের পাশে দাঁড়িয়েছে তাদের তুরস্কের কাছ থেকে বন্ধুত্ব আশা করা উচিত নয়। এই সপ্তাহের শুরুতেও কাভুসোগলু ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটন গ্রিক সিপ্রিয়ট প্রশাসনের উপর সামরিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরে তুরস্ক সাইপ্রাসে তার সামরিক উপস্থিতি বাড়াবে। ভূমধ্যসাগরীয় দ্বীপটি ১৯৭৪ সাল থেকে গ্রিক এবং তুর্কি সিপ্রিয়ট সম্প্রদায়ের মধ্যে বিভক্ত। গ্রিক সিপ্রিয়ট প্রশাসন একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ওয়াশিংটনের এই অস্ত্র নিষেধাজ্ঞা এমন এক সময় তুলে নেয় যখন এজিয়ান সাগরে গ্রিক দ্বীপপুঞ্জ নিয়ে আঙ্কারার সঙ্গে এথেন্সের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।

আন্তর্জাতিক-এর আরও খবর