আজ বয়ফ্রেন্ড ডে

  বিশেষ প্রতিনিধি    03-10-2022    126
আজ বয়ফ্রেন্ড ডে

প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সব দিবস পালিত হয়। পালনীয় সেই সব দিবস গুলোর মধ্যে একটি হলো বয়ফ্রেন্ড ডে। প্রতিবছরের অক্টোবরের ৩ তারিখ পালিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে। বর্তমানে এই দিবসের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বাড়ছে। আসলে এই দিবসের উৎপত্তি ঘটিয়েছে ইন্টারনেট। যদিও এই গুরুত্বপূর্ণ দিনটির সূচনা কে বা কারা করেছেন তা জানা যায়নি। বয়ফ্রেন্ড ডে ২০২০ সাল থেকে অফিসিয়ালি পালিত হচ্ছে। জানলে অবাক হবেন, ১৯০০ দশকের প্রথম দিকে বয়ফ্রেন্ড শব্দটির প্রচলন ঘটে। সাধারণত বয়ফ্রেন্ড অর্থ নারীর প্রেমিককে বোঝায়। বর্তমানে বয়ফ্রেন্ড শব্দের ব্যবহার ব্যাপক প্রচলিত। অনেকে বয়ফ্রেন্ড বলতে পুরুষ বন্ধুদেরকে বোঝালেও আসলে প্রেমিকের ক্ষেত্রেই বয়ফ্রেন্ড শব্দটি বিশেষ প্রযোজ্য।

রকমারী-এর আরও খবর