পাকিস্তানের লক্ষ্য দ্বিতীয় জয়, নিউজিল্যান্ড চায় ভালো শুরু

ত্রিদেশীয় সিরিজ

  বিশেষ প্রতিনিধি    07-10-2022    164
  পাকিস্তানের লক্ষ্য দ্বিতীয় জয়, নিউজিল্যান্ড চায় ভালো শুরু

বাংলাদেশকে ২১ রানে হারিয়ে দারুণ জয় দিয়ে আজ ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করেছে পাকিস্তান। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান। অন্যদিকে কিউইদেরও লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে বাংলাদেশকে সহজেই হারিয়ে দারুণ সূচনা করেছে পাকিস্তান। ৫০ বলে অনবদ্য ৭৮ রান করে ম্যাচ সেরা হন রিজওয়ান। তার সঙ্গে পাকিস্তান বোলারদেরও নৈপুণ্য ছিলো চোখে পড়ার মত। বল হাতে উইকেট পেয়েছেন পাঁচ বোলার। তাই পুরো ম্যাচে বাংলাদেশকে চাপে রেখেছিলো পাকিস্তান। এতে জয় পেতে কোন সময়ই বেগ পেতে হয়নি তাদের। বাংলাদেশের বিপক্ষে সহজে জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘এমন জয়ে আমরা খুশি। জয় দিয়ে শুরু করতে পেরেছি। রিজওয়ান ভালো ব্যাট করেছে। আমাদের পেসার ও স্পিনাররা ভালো করেছে। পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে। এ ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে আমাদের। কারন নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক বেশি শক্তিশালী দল।’ গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ম্যাচ হারে তারা। গত বিশ্বকাপের পর ১৩টি টি-২০ খেলেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ৯টি ম্যাচে জয় ও ৪টিতে হেরেছে তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের জন্য প্রস্তুতির সবচেয়ে ভালো সুযোগ। আমরা এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই।’ তিনি আরো বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ খুবই ভালো দল। তাই ভালো দলের সঙ্গে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে আত্মবিশ্বাসও বাড়বে আমাদের।’ এখন পর্যন্ত টি-২০তে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ১০টিতে। আর পাকিস্তানের জয় ১৫টিতে। সর্বশেষ গত টি-২০ বিশ্বকাপে দেখা হয়েছিলো নিউজিল্যান্ড ও পাকিস্তানের। ঐ ম্যাচ ৫ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

খেলাধুলা-এর আরও খবর