দাঁত ঝকঝকে সাদা করার অভিনব ৬ উপায়

  বিশেষ প্রতিনিধি    12-11-2022    151
দাঁত ঝকঝকে সাদা করার অভিনব ৬ উপায়

সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই। হলদে দাঁত নিয়ে হাসি তো পরের কথা, মানুষজনের সামনে কথা বলাটাও অস্বস্তিকর। দাঁত ঝকঝকে ও সাদা করতে অনেকেই নানা ধরনের উপায় অবলম্বন করে থাকেন।

তবে এবার কিছু ঘরোয়া অভিনব উপায় অবলম্বন করে দেখতে পারেন। প্রাকৃতিক এসব উপায়ে সহজেই দাঁত ঝকঝকে সাদা করা যাবে।

* নারকেল তেল: হলদে দাঁত সাদা করার প্রাচীন ভারতীয় একটি পদ্ধতি হলো, নারকেল তেল দিয়ে কুলকুচা করা। এ পদ্ধতি হলদে দাঁত সাদা করার পাশাপাশি মাড়ির রোগ হ্রাস করতেও সাহায্য করে।

* বেকিং সোডা ও লেবুর রস: এক চামচ লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কিছুদিন দাঁত ব্রাশ করতে পারেন। এতে দাঁতের নোংরা প্রলেপ বা দাগ দূর হবে।

* কমলার খোসা: কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষা হচ্ছে, দাঁত সাদা করার একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায়।

* তুলসী পাতা ও সরিষার তেল: শুকনো তুলসী পাতা গুঁড়া করে তা পাউডারে পরিণত করুন। এই পাউডার সরিষার তেলে মিশিয়ে পেস্ট বানান এবং টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন। আপনি চাইলে সতেজ তুলসী পাতাও ব্যবহার করতে পারেন।তুলসী পাতা বেটে তাতে সরিষার তেল মেশান। এরপর টুথব্রাশের মাধ্যমে তা সরাসরি দাঁতে প্রয়োগ করুন।

* আপেল সিডার ভিনেগার: দাঁতের দাগ দূর করতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন।

* হলুদের গুঁড়া: হলুদের গুঁড়া দাঁতের দাগ দূর করে এবং তাৎক্ষণিক দাঁতকে সাদা করে তুলে। এক টেবিল চামচ হলুদের গুঁড়া আঙুল দিয়ে দাঁতে ঘষুন, পরিষ্কার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন। তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর