বিশ্রামে যাচ্ছেন মাহি, সক্রিয় হবেন রাজনীতিতে

  বিশেষ প্রতিনিধি    31-01-2023    172
বিশ্রামে যাচ্ছেন মাহি, সক্রিয় হবেন রাজনীতিতে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মধ্য দিয়ে ২০১২ সালে শোবিজে পা রাখেন এই চিত্রনায়িকা। এক দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। হয়েছেন প্রশংসিতও। নানা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আজকের অবস্থান গড়ে তুলেছেন মাহি।

বর্তমানে সন্তানসম্ভবা এই চিত্রনায়িকার বিশ্রামে থাকার কথা। কিন্তু হচ্ছে উল্টোটা। অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা এখন ব্যস্ত আছেন রাজনীতির মাঠে। আর অভিনয় থেকে আছেন দূরে। আসলে মাহি কী চান, কোন ভুবনের বাসিন্দা হবেন তিনি?

উত্তরে মাহি বলেন, ‘অভিনয়ের কারণে দেশের মানুষ আমাকে চিনেছে। আর অভিনয়ের নেশাটাও আমার রক্তে মিশে গেছে। আমি চাইলেও এই ভুবন ছাড়তে পারব না। হ্যাঁ, এখন আমার বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু আমি এখন রাজনীতির মাঠে সরব আর অভিনয় থেকে দূরে আছি। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। আমি মানুষের পাশে থাকতে চাই। এর মধ্যে যেহেতু (চাঁপাইনবাবগঞ্জ-২ আসন) উপনির্বাচন চলে এসেছে তাই দলের হয়ে নিজ ইচ্ছাতেই কাজ করছি। এখন তো প্রচারণার কাজও শেষ। এখান বিশ্রামে যাব।’

তাহলে কি এবার বিশ্রামে যাচ্ছেন? ‘হ্যাঁ, আপাতত বিশ্রাম। আর হাতে থাকা কাজগুলোর নির্মাতা ও প্রযোজকদের আগেই জানিয়ে দিয়েছি, এই সময়টাতে আমি পুরোপুরি বিশ্রামে থাকব। আশা করি, খুব শিগগিরই আবার কাজে ফেরা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন,’ বলেন মাহি।

অভিনয় না রাজনীতি, আগামীতে কোন ভুবনের বাসিন্দা হতে চান? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘দেখুন আমি আগেই বলেছি, অভিনয়ই আমার সব কিছু। তাই এই ভুবন থেকে দূরে থাকা সম্ভব না। আবার মানুষের হয়ে কাজ করতে চাই। এজন্য একটি প্লাটফর্ম দরকার। সে কারণেই রাজনীতিতে নাম লিখেছি, মানুষের সেবা করার জন্য। ভবিষ্যতের কথা বললে বলব, আমি দুই ভুবনেই থাকতে চাই। তবে অভিনয়টা একটু কমিয়ে দেব। বছরে একটি দুটি কাজ, এর বেশি না। তবে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় থাকব। আমি মনে করি, এদেশের মানুষ আমাকে অনেক দিয়েছে। এবার দেশের মানুষের জন্য কিছু করার সময় এসেছে।’

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দেন এই চিত্রনায়িকা। এরপর জানান, আগত সন্তানের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। কিন্তু এর মাঝেই রাজনীতিতে নাম লেখান অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহও করেন মাহি। কিন্তু এই আসন থেকে মু. জিয়াউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দেখা যাচ্ছে, মাহি দলের হয়ে কাজ করে যাচ্ছেন। মু. জিয়াউর রহমানের হয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জেলা-উপজেলায় চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

বিনোদন-এর আরও খবর