‘যুক্তরাষ্ট্র সরে গেলে বিশ্বের নেতৃত্ব কে দেবে’, জো বাইডেনের প্রশ্ন

  প্রকাশক ও সম্পাদক     25-04-2024    45
‘যুক্তরাষ্ট্র সরে গেলে বিশ্বের নেতৃত্ব কে দেবে’, জো বাইডেনের প্রশ্ন

বৈশ্বিক রাজনীতির মঞ্চ থেকে যুক্তরাষ্ট্র যদি সরে দাঁড়ায়, তাহলে বিশ্বকে কে নেতৃত্ব দেবে— দেশের জনগণের কাছে এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘প্রায় সব বিশ্বনেতা আমাকে বলেছেন, জিততে হবে।’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন এসব কথা বলেছেন। ওই দিন জনসাধাধারণের উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একবার ভেবে দেখুন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ায়, যেমনটা আসলে ট্রাম্প চান, তাহলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে?’

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন তাঁরা।

ফ্লোরিডায় নির্বাচনী জনসভায় বাইডেন বলেন, ‘আমি প্রায়ই জি ৭, জি ২০, বা এই ধরনের আন্তর্জাতিক মিটিংয়ে যোগ দিই। ওই সব মিটিং শেষে আসার সময়ে প্রায়ই বিশ্বনেতারা আমার সঙ্গে হাঁটেন এবং হাত ধরে বলেন, আপনাকে জিততেই হবে।’ বাইডেন বলেন, “এটা আমার জন্য নয়, বরং আমার বিকল্প যিনি আছেন, সে জন্য।”

জো বাইডেন আরও বলেন, ‘পুরো বিশ্ব আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচন আমরা জিতব কি জিতব না সেটি নয়, বরং আমরা কীভাবে নির্বাচন পরিচালনা করব সেটির ওপর সবাই নজর রাখছে।’

আন্তর্জাতিক-এর আরও খবর