কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    190
কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০ টা ১মিনিটে মৃত্যু কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকর হওয়া ওই আসামি হলেন নওগাঁ পত্নীতলা থানার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে মো. আমিনুল ইসলাম (৪২)।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ডা. নাজনীন আক্তার (মামী) ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা ছিল। বৃহস্পতিবার রাত ১০ টা ১মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ।

জেল সুপার আমিরুল ইসলাম জানান, ফাঁসি কার্যকর হওয়া আসামির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জাতীয়-এর আরও খবর