চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  বিশেষ প্রতিনিধি    15-03-2023    305
চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একজনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ বুধবার (১৫ই মার্চ) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পার্শ্ববর্তী আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার ছেলে হাফেজ মো. ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো. বশির আলমের ছেলে মো. আরমান শাকিল (২৪)। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন রুদ্র জানান, দুর্ঘটনার পর পরই গুরুতর আহত মোটরসাইকেলে আরোহী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নিহত ২ আরোহীকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িত গ্রীনলাইন পরিবহণ বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। ওই বাসের কোন যাত্রী হতাহত হয়নি।

সারাদেশ-এর আরও খবর