কক্সবাজারের রামুতে মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রাচীন বৌদ্ধ মূর্তি

  বিশেষ প্রতিনিধি    18-09-2022    128
কক্সবাজারের রামুতে মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রাচীন বৌদ্ধ মূর্তি

কক্সবাজারের রামুতে এক মুসলিম পরিবারের বসত ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে মহামূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি। মঙ্গলবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালার চৌধুরী পাড়ায় আব্দুর রহিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে এই বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকারী আব্দুর রহিম জানায়, বেশ ক’দিন ধরেই তার সহধর্মিণী নুর বেগম তাদের বসত ঘরের মাটির নীচে বুদ্ধমূর্তি থাকার বিষয়টি স্বপ্নে দেখছিলো৷ পরে মাটি খুঁড়লে ২ ফুট নীচে বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়। সরজমিনে দেখা গেছে, বুদ্ধ মূর্তিটি প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৪ ইঞ্চি প্রশস্ত। বুদ্ধ মূর্তিটির পেছনের অংশে ২২k দুটি চিহ্ন দেখা গেছে। উদ্ধারের পর বুদ্ধ মূর্তিটি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথের’র কাছে হস্তান্তর করা হয়েছে। কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষু জানান, বৃহস্পতিবার বিকাল চারটায় বুদ্ধ মুর্তিটি আব্দুর রহিম ও তার স্ত্রী রাংকুটে দিতে আসেন। এই বুদ্ধ মূর্তিটি বেশ প্রাচীণ বলে দাবী এই ভিক্ষুর। বুদ্ধ মূর্তিটি পাওয়ার পর যথাযথভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের কথাও জানান জ্যোতিসেন ভিক্ষু।

সারাদেশ-এর আরও খবর