ঈদের দিনও কক্সবাজারসহ সারা দেশে বৃষ্টি হতে পারে

  বিশেষ প্রতিনিধি    27-06-2023    53

চলছে আষাঢ় মাস। ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় গত কয়েকদিন ধরেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। ঈদের দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব‌্যাহত থাকতে পারে।

এছাড়া বলা হয়েছে, উত্তর উড়িষ‌্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ‌্যে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর