কুতুবদিয়ায় স্ত্রী’র সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে কামাল উদ্দীন ( ২৫) নামে এক স্বামী।
বুধবার সকালে উপজেলা উত্তর ধূরুং ইউনিয়নের ফুড়ার পাড়া গ্রামের নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার জাকের উল্লাহ ছেলে।
স্বজনরা জানায়, সকালে হঠাৎ সামন্য বিষয়ে স্ত্রী সাথে কথা কাটাকাটি শুরু হয়, যা ক্রমেই ব্যাপক ঝগড়ায় পরিণত হয়। এক পর্যায়ে বিষপানে আত্মহত্যা চেষ্টা করে স্বামী কামাল উদ্দীন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে এনে ভর্তি করেন। ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনা শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।