কক্সবাজার সিটি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  বিশেষ প্রতিনিধি    26-03-2023    348
কক্সবাজার সিটি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কক্সবাজার সিটি কলেজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। ২৬ শে মার্চ সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয় ।

সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্য থিং অং ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বাধীনতার সুফল আজ ঘরে ঘরে। স্বাধীনতার ৫২ বছরে এসে তাকালে বুঝতে অসুবিধা হয়না মৌলিক অধিকার অনেক বেশি সমুন্নত হয়েছে । চাহিদার দিক থেকে চিকিৎসা কিছুটা পিছিয়ে থাকলেও অন্ন বস্ত্র শিক্ষায় দেশ এগিয়ে গেছে। কেউ না খেয়ে মারা যায় না , কেউ কাপড় ছাড়া নেই।

তিনি আরো বলেন , আমরা বিশ্বের যে কোন দেশের থেকে অনেক বেশি সুখী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ’স্মার্ট বাংলাদেশ’ গঠনে আরো বেশি এগিয়ে যাব এটাই স্বাধীনতা দিবসের প্রত্যাশা।

সহকারী অধ্যাপক রোমেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো ।

আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ, অধ্যাপক শাহনুর আক্তার , সহযোগী অধ্যাপক জেবুন্নেছা, সহযোগী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী , সহযোগী অধ্যাপক আবুল কালাম , সহযোগী অধ্যাপক মইনুল হাসান পলাশ , সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল আজিম, সহকারী অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পূর্নিতা বড়ুয়া, ইমরান আলী ইমন , বেলাল উদ্দিন আরমান , জিনিয়া শারমিন রিয়া, শাকিল খান ।

দিবসটি উপলক্ষে ’শেখ রাসেল’ স্বাধীনতা দিবস দেয়ালিকার উন্মোচন করেন অধ্যক্ষ ক্য থিং অং ।

সারাদেশ-এর আরও খবর