লিগ্যাল এইড সবার জন্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করেছে : জেলা জজ মোহাম্মদ ইসমাইল

  বিশেষ প্রতিনিধি    28-04-2023    104
লিগ্যাল এইড সবার জন্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করেছে : জেলা জজ মোহাম্মদ ইসমাইল

বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ সংবিধান। এ সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে “আইন সবার জন্য সমান” বলে উল্লেখ করা হয়েছে। সংবিধানের সেই ধারণা থেকে বাংলাদেশ একটি কল্যানকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অসহায়, অসচ্ছল, গরীব, নির্যাতিত নারী, অবস্থাপন্ন মানুষ অর্থ ও সামর্থের অভাবে অনেক সময় আইন ও বিচার ব্যবস্থার দারস্থ হতে পারতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রণীত লিগ্যাল এইড আইন কার্যকর হওয়ায় অসহায়, অসচ্ছল নাগরিকেরা বিনামূল্যে আইনী সেবা পাচ্ছেন। ফলে সংবিধানের উল্লেখিত ধারা গুলো পূর্ণতা পেয়েছে। দেশে সবার জন্য বিচারপ্রাপ্তি ও ন্যায় বিচার সুনিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বহুমুখী প্রচেষ্টা ও অসাধারণ উদ্যোগে লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় বিচারপ্রার্থীরা এর সুফল ভোগ করছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য’ বিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল একথা বলেন।

কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি এবং সিনিয়র সহকারী জজ ফাহমিদা সাত্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এর কোরআন তেলাওয়াত, প্রণব কান্তি শর্মা’র গীতা পাঠ এবং সেতু বড়ুয়া’র ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পিপিএম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মহিউদ্দিন মো: আলমগীর, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট প্রতিভা দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা কক্সবাজার লিগ্যাল এইড কমিটির সার্বিক কার্যক্রম ও লিগ্যাল এইড অফিসারের ভুয়সী প্রশংসা করেন।

সভায় লিগ্যাল এইড এর উপকার ভোগী কুলসুমা বেগম তার অনুভুতি ব্যক্ত করেন। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি কক্সবাজার লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। কক্সবাজার লিগ্যাল এইড অফিসের বেঞ্চ সহকারী হাসান ইমতিয়াজ এর ব্যবস্থাপনায় সভায় লিগ্যাল এইড এর কার্যক্রম নিয়ে একটি চমৎকার ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

প্রতিবছরের ন্যায় এবছরো ২৮ এপ্রিল “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালন করা হয়েছে।

সভাপতির বক্তব্য সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আরো বলেন, লিগ্যাল এইড এর এডিআর পদ্ধতি বিরোধ মিমাংসার একটি সফল এবং জনবান্ধব পদ্ধতি হিসাবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় লিগ্যাল এইড কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিচারপ্রার্থীদের মাঝে লিগ্যাল এইড গ্রহনযোগ্য ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি আরো বলেন, বেশী সাজা সম্পন্ন ধারার মামলাগুলোতে কক্সবাজার লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের রাষ্ট্রের পক্ষের আইনজীবী (SDL) হিসাবে নিয়োগ দিয়ে মামলাগুলো সহজে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আরো বলেন, মে মাসেই কক্সবাজারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিদের নিয়ে সম্মেলন করে লিগ্যাল এইড কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে এবং গ্রাম আদালত গুলোকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, লিগ্যাল এইড আইন একটি জনবান্ধব আইন। এ আইন সর্বস্থরের মানুষের কল্যানে ব্যাপক ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতার কারণে কক্সবাজারে এবছর জাতীয় আইনগত সহায়তা দিবসটি জমকালো কর্মসূচীর মাধ্যমে পালন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আগে সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল একটি বর্নাঢ্য র‍্যালী বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। উদ্বোধনের পর র‍্যালীটি বাধ্যযন্ত্রের তালে তালে, ঘোড়ার গাড়ি, ফেস্টুন, ব্যানার নিয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র‍্যালীতে অন্যান্যদের সাথে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানও অংশ নেন।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বর্ষসেরা প্যানেল আইনজীবী পুরুষ ক্যাটাগরী অ্যাডভোকেট আবদুর রশিদ এবং মহিলা ক্যাটাগরীতে অ্যডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী’কে পুরস্কার প্রদান, স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা, জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব অনুষ্ঠানমালা চলে।

এছাড়া, গত ২৫ এপ্রিল কক্সবাজারের কলাতলী সায়মান বীচ পয়েন্টের দক্ষিণে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সার্ফিং প্রদর্শনী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেরা সার্ফার (মহিলা) ক্যাটাগরীতে মহিমা আক্তার মিলি ও ফাতেমা আক্তার এবং পুরুষ ক্যাটাগরীতে নুর মোহাম্মদ ও মোহাম্মদ মান্নান এবং সাঁতার প্রতিযোগিতার সেরা সাঁতারু মোহাম্মদ মান্নান, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ আবদুল্লাহকে পুরস্কৃত করা হয়।

একই অনুষ্ঠানে কক্সবাজার লিগ্যাল এইড অফিসে ইন্টার্নিশীপ সম্পন্ন করা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ইমরানুল হক এবং নুরুল আমিন’কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনে কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি কর্তৃক লিগ্যাল এইড দিবসের তাৎপর্য তুলে ধরে কথিকা পাঠ করা হয়েছে।

আলোচনা সভায় বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মোহাম্মদ সাইফুল ইলাহী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আবদুল কাদের, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মোছা: রেশমা খাতুন, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহী, সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান, সহকারী জজ মাজেদ হোসাইন, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, এনজিও কর্মকর্তা কানন পাল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীগণ, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা বিচার বিভাগের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় আইনগত সহায়তা দিবস কক্সবাজারে জমকালো আয়োজনে সফল করতে সার্বিক সহযোগিতা করায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর