কক্সবাজার পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম

  বিশেষ প্রতিনিধি    25-08-2023    34

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম কক্সবাজার পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার ২৪ আগস্ট বিকেলে কক্সবাজার পৌরসভা পরিদর্শন গেলে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী তাঁকে স্বাগত জানান।

বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম কক্সবাজার পৌরসভার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং পৌর পরিষদ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম কক্সবাজার পৌর কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, নির্বাহী প্রকৌশলী, কাউন্সিলর শাহেনা আকতার পাখি, কাউন্সিলর ইয়াসমিন আকতার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আকতার বকুল, কাউন্সিলর আকতার কামাল আযাদ, কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী, কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, কাউন্সিলর এহেসান উল্লাহ, কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ, কাউন্সিলর এম.এ মঞ্জুর, পৌর নির্বাহী কর্মকর্তা রাছেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম সহ কক্সবাজার পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর