ফের আলোচনার ঝড় তুলেছে উখিয়া উপজেলা ছাত্রলীগ৷ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের একবছর পরে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি দিলে সেখানেও দেখা যায় বিএনপির ছেলে ও অছাত্র৷ আহ্বায়ক কমিটির মেয়াদ গত জুন মাসে শেষ হলেও এখনো ঘুম ভাঙেনি কতৃপক্ষের৷ এদিকে উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ানের পিতা ফিরোজ আহমদ গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী প্রথম সারিতে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে৷ এ নিয়ে আওয়ামী ঘরনা রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষোভ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উখিয়ার কোটবাজার ষ্টেশনে ব্যানারের সামনে দাঁড়িয়ে এক আনন্দ র্যালী নিয়ে সমাবেশে যোগদিতে ভিডিওতে দেখা যায় উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানের পিতা ফিরোজ আহমদ৷ এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, আবু সুফিয়ানের পুরো পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবু সুফিয়ানের বাড়ি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের বিএনপির সাবেক সাংসদ শাহ জাহাজ চৌধুরীর এলাকার রাজাপালং শেখা পাড়ায়৷ সরকার বিরোধী নানা কর্মকান্ডে বেশ সক্রিয় পরিবারটি৷ তাহলে তাদের সন্তনরা কোনদিনই জাতির পিতার হাতের গড়া ঐহিত্যবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হতে পারেন না তারা অনুপ্রবেশকারী৷ ঐ সমন্ত মুখোশদারী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।